ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘বিশ্বকাপের পর রাজনীতিতে আসছেন মাশরাফি-সাকিব’  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪০, ৩১ মে ২০১৮

Ekushey Television Ltd.

সামনের বিশ্বকাপের পর রাজনীতিতে আসছেন সাকিব ও মাশরাফি এমন ইঙ্গিত দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে ঠিক কোন বিশ্বকাপের পর তারা জাতীয় নির্বাচনে প্রার্থী হবেন তা নির্দিষ্ট করে উল্লেখ করেননি তিনি।

তিনি বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে প্রার্থী মনোনয়ন নিয়ে কিছু চমক আছে। তবে বিশ্বকাপের আগে নির্বাচন-রাজনীতি নিয়ে সাকিব ও মাশরাফির কোনো কথা নেই।   

রাজধানীর ধানমন্ডিতে আজ বৃহস্পতিবার বিকেলে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভা শেষে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এ মন্তব্য করেন।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনে প্রার্থী মনোনয়নে কিছু চমক আছে। সাকিব আর মাশরাফি এঁদের ব্যাপারে আমরা কোনো মন্তব্য এই মুহূর্তে করতে চাই না। সাকিবের সঙ্গে আমার কথা হয়েছে। বিশ্বকাপের আগে নির্বাচন নিয়ে, রাজনীতি নিয়ে তাদের কোনো কথা নেই।’

তিনি বলেন, এবারের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়নে কিছু চমক আছে। সেটা এখনো কোনো চূড়ান্ত রূপ নেয়নি। অনেকের আবেদন আছে, আগ্রহ আছে। সাংস্কৃতিক, ক্রীড়া ও গণমাধ্যম- এসব ক্ষেত্র থেকে অনেকের আগ্রহ আছে।

জাতীয় দলের খেলোয়াড়দের মনোনয়ন দেওয়ার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, বিশ্বকাপের পরেই দেখা যাবে তাঁরা কে কে নির্বাচন করবেন? কীভাবে করবেন, কোন আসন থেকে করবেন? এগুলো আলাপ আলোচনার পর্যায়ে চলছে। বিশ্বকাপের আগে তারা মনস্থির করেননি।

তিনি আরও বলেন, ‘আর আমরা যাকেই মনোনয়ন দেব, তাঁকে অবশ্যই জয়ী হওয়ার মতো অবস্থায় থাকতে হবে। এই ব্যাপারে সবার নামের তালিকা নেত্রীর কাছে আছে।’

এসি 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি